জীবননগর সীমান্তে পাচারের সময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, শার্ট পিস, থান কাপড়সহ ১ পিকআপ আটক করেছে বিজিবি॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-৬ বিজিরি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ নামক স্থান থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, শার্ট পিস, থান কাপড়সহ ১ পিকআপ আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সত্তর লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা। বুধবার ভোর ৩টার দিকে এসব মালামাল আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আমির মজিদ জানান,বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ সীমান্ত দিয়ে একটি বড় চালান আসছে। উক্ত সংবাদের ভিত্তিত্বে তার তত্ত্বাবধানে নায়েব সুবেদার ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতগঞ্জ নামক স্থানে ওৎপেতে থাকে। এসময় ভোর সাড়ে ৩টার দিকে ঢাকাগামী মালামাল বোঝাই একটি পিকআপ(ঢাকা মেট্রো ন-১৮-৮০১৭) বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা পিকআপটি আটক করে তাতে তল্লাশী করে ভারতীয় উন্নতমানের ১০১৮ টি শাড়ী ৬৭ টি শার্ট পিস , ৩৩৮ মিটার থানকাপড় উদ্ধার করে। আটককৃত মালামাল ও পিকআপ সর্বমোট আনুমানিক মূল্য সত্তর লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা। আটককৃত মালামাল ও যানবাহন কাস্টমস এ জমা করা হয়েছে।