ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটস্থ বর্ষিয়ান জননেতা ভোলানাথ চ্যাটার্জী আর নেই

IMG_2293 (FILEminimizer)
রাজিউর রহমান জেহাদ রাজু : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটস্থ বর্ষীয়ান রাজনীতিবিদ ভোলানাথ চ্যাটার্জী আর নেই । ১৩ জুন সোমবার বিকেল পাঁচটায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বিরানব্বই (৯২) বছর । তিনি এক ছেলে , তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন । বাবু ভোলানাথ চ্যাটার্জী দীর্ঘদিন (চার বার) ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করেন। অত্র অঞ্চলের অভিভাবক হিসেবে তাঁকে গণ্য করা হত । এই সর্বজন প্রিয় মানুষটির প্রয়ানে তাঁর বাসভবন লাহিড়হাটে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুর আগ পর্যন্ত তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে ছিলেন । তাঁর ছেলে দিলীপ কুমার চ্যাটার্জী বর্তমানে চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বালিয়াডাঙ্গী ডট কম’কে বলেন, ‘ ভোলা কাকার মত ভাল মানুষ হয়না । উনার কাছে যে কোন সমস্যা নিয়ে গেলে আমরা সমাধান পেতাম । শুধু আওয়ামীলীগ নয় সকল দলের মানুষের প্রিয় ছিলেন তিনি । উনি ছিলেন আমাদের মাথার উপরে ছাতার মত । আমরা একজন ভাল মানুষকে হারালাম ‘। প্রিয় মানুষের মৃত্যুতে শোকাহত অনেকেই সামাজিক মাধ্যমে ফেসবুকেও শোক প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *