ইসলামপুরে মাধ্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি থেকে শিক্ষকদের চাদাঁবাজী!

upo bitti potho
ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার মাধ্যম্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি টাকা বিতরণে সময় শিক্ষকরা বিভিন্ন অজুহাতে চাঁদা বাজী করছে।
অভিযোগ উঠেছে, গত ১২ জুন ইসলামপুর সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ও বাহাদুর পুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সভারচর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপবৃত্তি টাকা বিতরণ সময় শ্রেণি কক্ষের ভিতরে ব্যাংকার ছাত্র/ছাত্রীদের হাতে টাকা দিচ্ছে;অন্যদিকে সুভিধা ভোগীরা সেই টাকা নিয়ে ক্লাশ রুম থেকে বাহির হতেই দরজায় পথ আটকিয়ে শিক্ষকরা পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী সুবিধাভোগীদের নিকট টাকা গুলি ছিনিয়ে নিয়ে শিক্ষকরা ইচ্ছামতো ১৫০ থেকে ২০০ টাকার পর্যন্ত বিভিন্ন অজুহাতে চাদাঁ হিসাবে হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর সচেতন মহল জানায়,সভারচর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কাছ থেকে শিক্ষকরা সব টাকা ছিনিয়ে নিয়ে গড়ে ২০০/৩০০ টাকা করে সুভিধা ভোগীদের দিয়ে বিদায় করেছে। এছাড়াও গত ১৩জুন মলমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২৭৫জন সুবিধাভোগীর নিকক ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে শিক্ষকরা। এব্যাপারে প্রধান শিক্ষক খালেকুজ্জামান জানান,সেশন চার্জ হিসাবে টাকা তুলা হচ্ছে। যা দিয়ে বিদ্যালয়ে উন্নয়ন করা হবে। এ ব্যাপারে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, ব্যাংকা ছাত্র/ছাত্রীদের টাকা দেওয়ার সময় উপবৃত্তি টাকা কেটে রাখা কোন নিয়ম নেই তবে বাহিরে কেউ টাকা তুললে আমাদের করা কিছু নেই।
এলাকাবাসীর সচেতন অভিভাবক মহল বিষয়টি ক্ষতিয়ে দেখে উপবৃত্তি টাকা থেকে চাদাঁ আদায় বন্ধসহ অভিযোক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *