সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের মানববন্ধন
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৪র্থ শ্রেণির কর্মচারির সমমর্যাদায় সুযোগ-সুবিধার দাবিতে গ্রাম পুলিশরা মানববন্ধন করেছেন।
জানা গেছে, গতকাল (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় স্থানিয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানিয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারিদের ন্যায় সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকরের দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিক ছাদেকুল ইসলাম দুলাল, উপজেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি মতিয়ার রহমান, সেক্রেটারি গনেশ চন্দ্র, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, গ্রাম পুলিশ সোহরাব হোসেন, মমতাজ উদ্দিন, ইসমাইল হোসেন, জাহাঙ্গির আলম, শামছুল হক, সূর্য চন্দ্র প্রমূখ। বক্তারা বলেন ৪ মে ২০১৫ তারিখে প্রকাশিত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরি বিধিমালা সংশোধন পূর্বক স্মারক ৪৫.০১৮.০৩২.০০.০০.০২৯.২০১৩.৩৫৬ তারিখ ১৩/১১/২০১৩ এর গ্রাম পুলিশ বাহিনীর চাকুরি বিধিমালা বাস্তবায়নের দাবি জানান।