জয়পুরহাট আক্কেলপুর বদলগাছী বিধস্ত পাকা সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

Road
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : জয়পুরহাট আক্কেলপুর বদলগাছী বিধস্ত ১৩ কি:মিটার পাকা সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী সড়কের পুরাতন সাববেজ এবং এগ্রিগেট সাববেজ টাইপ-১ ও কার্পেটিং ওলোট-পালোট করে তাতে বালু পানি দিয়ে সাববেজ করার পর নতুন পাথর ৬০ ভাগ ও ৪০ বালু সংমিশ্রন করে পর্যাপ্ত পানি দিয়ে রুলার করে এগ্রিগেট সাববেজ টাইপ-১ প্রস্তুত করার পর ৬ মাস যাবৎ কমপ্যাক্ট করার কথা। এরপর কুচি পাথর ও বিটুমিন দিয়ে কার্পেটিং করার কথা। সড়কের দুই পার্শ্বে ৩ ফুট করে মাটি ভরাট করাসহ নতুন ইট দ্বারা সড়কের দুই ধারে ৯ কি: মিটার রেইজিং এবং সড়কের দুই পার্শ্বে পুকুর বা নয়ানজলীর ভাঙ্গাস্থানে আরসিসি প্লেট প্যারাসাইডিং করার কথা। কিন্তু সড়কটির বদলগাছীর অংশে চকতাহের মৌজার পূর্ব সীমানা হতে বালুপাড়া চৌরাস্তার মোড় পর্যন্ত ৬ কি:মিটার পুরাতন সাববেইজ এবং এগ্রিগেট সাববেজ টাইপ-১ ও কার্পেটিং মেশিন দ্বারা ওলোট-পালোট করে পুরাতন পাথর সেনপাড়ায় নিয়ে যায়। নতুন পাথরের সংগে ওই পুরাতন পাথর মিশায়ে ৮০ ভাগ বালু ও ২০ ভাগ পাথর সংমিশ্রন করে এগ্রিগেট সাববেজ টাইপ-১ প্রস্তুত করে। এরপর কুচি পাথর ও বিটুমিন মিশায়ে কার্পেটিং করা হয়। বালুপাড়া চৌরাস্তার মোড় হতে বিষ্ণপুর ব্রীজের পশ্চিম ধার পর্যন্ত ৩ কি:মিটার ভাল রাস্তা বাদ রেখে ব্রীজের পশ্চিম ধার থেকে আধাইপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম সীমানা পর্যন্ত ১ কি:মিটার পূর্বের সাববেজ এবং এগ্রিগেট সাববেজ টাইপ-১ ও কার্পেটিং ওলোট-পালোট করে তা রোলার দিয়ে সাববেজ করা হচ্ছে। উক্ত ইউপির পশ্চিম সীমা হতে সেনপাড়া হাজীর মোড় পর্যন্ত ১ কি:মিটার ভাল অংশ বাদ রেখে হাজীর মোড় হতে সেনপাড়া দবিরের বাড়ী পর্যন্ত সাববেজ এবং এগ্রিগেট সাববেজ টাইপ-১ ও কার্পেটিং ওলোট-পালোট করে তা রোলার দিয়ে সাববেজ করা হচ্ছে। এ ছাড়া সড়কের দুই ধারে ১ ফুট করে মাটি ভরাট করার পাশাপাশি পুরাতন ও নতুন ইট দ্বারা রেইজিং করাসহ নিম্নমানের আরসিসি প্লেট প্যারাসাইডিং করা হয় মর্মে সরজমিন তদন্তকালে এলাকাবাসী জানান। এলাকাবাসী আরও জানায় চকতাহের মৌজার পূর্ব শেষ সীমানা হতে বালুপাড়া চৌরাস্তা মোড় পর্যন্ত ৬ কি:মিটার সড়কে পুরাতন পাথর নতুন পাথরের সংগে মিশায়ে ২০ ভাগ পাথর ও ৮০ ভাগ বালু দ্বারা এগ্রিগেট সাববেজ টাইপ-১ করে লক্ষ লক্ষ টাকার দূর্ণীতি করা হয়েছে। ১৩ কি:মিটার উক্ত সড়কটি মেরামতের জন্য ৬ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৮৭০ টাকা বরাদ্দ করা হয়। ০১/০৩/২০১৬ ইং তারিখ হতে কাজ শুরু করে ৩শ দিনের মধ্যে কাজ শেষ করার কথা। মেরামত কাজটি করছে এম.এস প্যারাডাইস টেড্রার্স নামি একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ বিষয়য়ে ৬ জুন সড়ক ও জনপদ বিভাগ নওগাঁ নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক এর কার্যালয়ে তার সংগে কথা বললে তিনি চহতাহের মৌজার শেষ সীমানা হতে বালুপাড়া মোড় পর্যন্ত মেরামত কাজের অনিয়মের কথা স্বীকার করে বলেন সড়কের বাকী অংশে মেরামতের কাজ নিয়ম অনুযায়ী করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *