লোহাগড়ায় ৬টি ইউপি নির্বাচনে ৪টিতে আ’লীগ ও ২ টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় শনিবার (৪ জুন) ৬ষ্ঠ ও শেষ ধাপে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬টি ইউপি নির্বাচনে ৪টিতে আ’লীগ ও ২টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৭টি ইউপিতে নির্বাচনের কথা থাকলেও এর মধ্যে সীমানা সংক্রান্ত জটিলতার কারনে হাইকোর্টের নির্দেশে শালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে।
লক্ষীপাশা, লোহাগড়া, কোটাকোল, নলদী, নোয়াগ্রাম ও লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে লক্ষীপাশা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী কাজী বনি আমিন, লোহাগড়া ইউপিতে আ’লীগের সিকদার নজরুল ইসলাম, কোটাকোলে আ’লীগের বি এম হেমায়েত হোসেন, নলদীতে আ’লীগের আবুল কালাম আজাদ, নোয়াগ্রামে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম কালু ও লাহুড়িয়া ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী দাউদ হোসেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ দিকে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। এতে ১১ জন পুলিশ সদস্য ও তিনজন আনসার সদস্য আহত হয়। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে চরবগজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পুলিশ ও আনসার সদস্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।