চুয়াডাঙ্গায় কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

Chuadanga Kishor Kishori Conference Picture  03.06.16
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : “বাল্যবিবাহ রোধ করি, ছেলে মেয়ে সমানভাবে এগিয়ে যাবার স্বপ্ন দেখি” এই শ্লোগান কে সামনে রেখে শুক্রবার চুয়াডাঙ্গায় কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস গণস্বাক্ষর করেন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে জেলার কিশোর কিশোরীর বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *