সার্ভার স্বাভাবিক হলো বেনাপোল ইমিগ্রেশনে
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বিকল থাকা ইন্টারনেট সার্ভার স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১মে) বিকেল ৪টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত ২২ ঘণ্টা বিকল ছিল সার্ভার। এতে তীব্র ভোগান্তি
দেখা দেয়।
ফলে বাধ্য হয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীদের বিস্তারিত যাচাই-বাছাই ছাড়াই হাতে-কলমে পাসপোর্ট এন্ট্রি করে পারাপারের ব্যবস্থা করেন। পরে সার্ভার সচল হলে তাদের নাম, ঠিকানা যাচাই করে কম্পিউটারে এট্রি করা হয়।
এদিকে, সার্ভার অচল থাকায় কালো তালিকাভুক্ত অপরাধীদের পালিয়ে যাওয়া নিয়েও উৎকণ্ঠা দেখা দেয় ইমিগ্রেশনে।
যাত্রীদের অভিযোগ, মাঝে-মধ্যেই বেনাপোল ইমিগ্রেশনে সার্ভারে সমস্যা দেখা দেয়।
বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, দুপুরে সার্ভার সচল হওয়ায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।