সান্তাহারে টেলিকম দোকানে ব্যানার টানিয়ে অবৈধ ভাবে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রির অভিযোগ
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের আসন ভিত্তিক টিকিট সংকট স্থায়ী রুপ লাভ করেছে। যে টুকু বরাদ্দ রয়েছে তার অধিকাংশ হাতে রেখে সাফ জানিয়ে দেওয়া হয় সিট এর টিকেট নাই। বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট নিতে বাধ্য হয় যাত্রী সাধারণ। পক্ষান্তরে রেলওয়ে টিকিট ঘড় লাগোয়া একটি ফোন সামগ্রীর দোকানে মেলে আসন ভিত্তিক টিকিট। এই দোকানে ‘এখানে ট্রেনের অগ্রীম টিকিট পাওয়া যায়’ লেখা ডিজিটাল ব্যানার দিয়ে উচ্চ মুল্যে বিক্রি হয়ে আসছে ট্রেনের আসন ভিত্তিক টিকিট। শনিবার এই প্রতিনিধি ওই ব্যানারের ছবি তোলা এবং বিয়ষটি নিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলার পর দুই দিনের ব্যবধানে বদলে ফেলা হয়েছে ওই ব্যানার। বর্তমানে সে দোকানে ঝোলানো হয়েছে এখানে ‘অনলাইনে’ ট্রেনের অগ্রীম টিকিট পাওয়া যায় ব্যানার। অনলাইনে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি বৈধ হলেও কারবার চলছে অবৈধ। রেলওয়ে কাউন্টার থেকে কাগজে-কলমে বিক্রি দেখিয়ে পাচার করা সেই টিকিটকে কাগজে কলমে অনলাইনে সংগ্রহ বলে দেখানো হচ্ছে বলে টিকিট বঞ্চিত সাধারণ গ্রাহকদের অভিযোগে জানা গেছে। এই টিকিট চোরাকারবারের সাথে স্বয়ং রেলওয়ে স্টেশন মাস্টার এর যোগসাজস এবং অলিখিত মাসিক চুক্তির বিষয়টি মিথ্যা এবং ওই দোকানিকে তিনি চেনেন না বলে দাবী করেছেন স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম।