লোহাগড়ায় ইভটিজিং’র দায়ে ১ বখাটে শ্রীঘরে
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার দায়ে ১ যুবককে ৩০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মে) বিকালে উপজেলার মিতালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর পুড়–য়া ছাত্রীকে ইভটিজিংএর দায়ে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাস চন্দ্র সরকার বলেন, ্ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে স্কুল ছাত্রী জুলিয়া খানম অতিরিক্ত ক্লাস করার জন্য বিদ্যালয়ে আসে। তখন নড়াইল সদর উপজেলার বাসগ্রাম নিবাসী জসিম উদ্দিন মোল্যার ছেলে বাধন মোল্যা (২৮) তাকে জোর পূর্বক ক্লাস রুমে অশোভন আচারন করে। শিক্ষকরা বিষয়টি টের পেয়ে যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ইভটিজিংএর দায়ে যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।