মুক্তমনাদের হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

Gopalpur-Tangail-Human Chain-Photo
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাই) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিমসহ ‘সাম্প্রতিক দুস্কৃতিকারীদের হাতে খুন হওয়া সকল মানব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ ২৩ মে সোমবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর থানা চত্ত্বরে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন করে ‘গোপালপুরের সর্বস্তরের জনগণ’ ।
‘জাস্টিস ফর রেজাউল করিম, জাস্টিস ফর এভরিওয়ান’ শ্লোগানে মানুষকে জাগিয়ে তোলার আহ্বানে এই মানববন্ধনের সমন্বয়কের ভূমিকা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সঙ্গীতা আহমেদ।
সঙ্গীতা আহমেদ জানান, ‘আমার ইংরেজী ডিপার্টমেন্টের স্যার, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী ও গোপালপুরের দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দারসহ সাম্প্রতিক সময়ে যে সকল হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা নিয়ে এক ধরণের নাটকিয়তা চলছে। মাসের পর মাস পার হলেও বর্বোরোচিত এই ঘটনাগুলোর নিষ্পত্তির গড়িমসি আমাদেরকে আন্দাজ করিয়ে দিচ্ছে আমরা ঘুমিয়ে আছি। তাই বৃহত্তর স্বার্থে আন্দোলনের শিখা সমাজের সকল পরিসরে পৌঁছে দিতেই এই মানববন্ধনের আয়োজন।’
মানববন্ধনে অংশ নেয়া স্কুল শিক্ষক শামীমা ইয়াসমীন ঝর্ণা কিছুটা ক্ষোভ নিয়ে বলেন, ‘কোন ধর্মের সাথেই বাঙ্গালী সংস্কৃতিকে প্রতিপক্ষ করা যাবে না। আর এসব করে যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে দেশের প্রয়োজনে, মানবতার কল্যাণে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা নিজেদের জীবনের নিরাপত্তার পাশাপাশি সকল অন্যায়ের বিচার চাই।’
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ শামছুল হক বলেন, ‘দেশ, ধর্ম আর বাঙ্গালী সংস্কৃতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা এখন দেশে বিদেশে সরব। দেশকে অরাজকতা বানাতে তারা নানা কৌশল অবলম্বন করছে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষসহ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন করতেই আমি রাস্তায় দাড়িয়েছি। পরিস্থিতি বিবেচনায় আমরা কিছুটা থমকে যাচ্ছি এক জটপাকানো ব্যবস্থায়। নাগরিক নিরাপত্তাহীনতা এখন অভ্যস্ততায় পরিণত হচ্ছে। সরকারের কাছে আমার অনুরোধ, এই নোংরা বাস্তবতাকে ধূলিসাৎ করে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দিন।’
মানববন্ধনে সাম্প্রতিক হত্যাকা-ের হত্যাকারীদের যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে সকলকে সোচ্চার হবার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *