মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের সংরক্ষণ খনন কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার

160523-mongla
মনির হোসেন, মংলা (বাগেরহাট) : মংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌরুটের চলমান ‘সংরক্ষণ খনন প্রকল্প’ কাজের অগ্রগতি পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ। গত 23 মে দুপুরে মংলার ফুয়েল জেটি সংলগ্ন বন বিভাগের রেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, বর্তমানে চ্যানেলটিতে ১২ টি ড্রেজারের মাধ্যমে সংরক্ষণ খনন কাজ চলছে। চলমান খননের পরও কোথাও কোথাও নতুন করে পলি পড়ছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। এখন চ্যানেলের সংযোগকারী খালগুলো প্রসস্ত ও গভীরতা বৃদ্ধির কাজ চলছে। এতে জোয়ার-ভাটার পানি চতুরদিকে ছড়িয়ে পড়লে মংলা-ঘাষিয়াখালী চ্যানেলে পড়ি কম পড়বে। মংলা-ঘাষিয়াখালী নদী ও এর সংযোগকারী খাল খনন করে এ চ্যানেলটি সব সময়ের জন্য চালু রাখা হবে এবং এটি চালু থাকবে। খননের মধ্য দিয়েও এখন প্রতিনিয়ত জোয়ার ও ভাটার সময় এ চ্যানেল দিয়ে অভ্যন্তরীণ এবং আর্ন্তজাতিক নৌযান (ভারতগামী) চলাচল করছে। বৈঠকে খুলনা পরিবেশ অধিদপ্তর’র পরিচালক মল্লিক আনোয়ার হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: ফরহাদ উজ্জামান, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রাপমাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজির কুমার রায় ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের সংরক্ষণ খনন কাজ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *