গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা গত ২৪ মে মঙ্গলবার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬-১৭ অর্থ বছরে ১ কোটি ২২লাখ ২৭হাজার ২২১ টাকার বাজেট ঘোষণা করা হয়।
হাদিরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. আব্বাস আলীর সভাপতিত্বে জনসম্মুখে প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদের সচিব কাজী জাকির হোসেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা জামাল, ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন, স্বাস্থ্য সহকারি আব্দুল কদ্দুছ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম প্রমুখ। বক্তারা, বাজেটের উপর বিভিন্ন সংশোধনীর পরামর্শ দেন এবং ঝড়েপড়া শিশু, শিশুশ্রম, ট্যাক্স নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় ২০১৬-১৭ অর্থ বছরের কর আদায়, ১কোটি ২৩লাখ ৮৫হাজার ৬১টাকা আয় ও ১কোটি ২২লাখ ২৭হাজার ২২১টাকা ব্যয় এবং উদ্বৃত্ত ১লাখ ৫৭হাজার ৮৪০টাকা ধরে এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার আক্তারুজ্জামান।