দশমিনায় সেবা দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের মত বিনিময় সভা
দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় সরকারী বেসরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার আলীপুর ইউনিয়ন কমপ্লেক্্র ভবনের হল রুমে অনুষ্ঠব্য সভার সভাপতিত্বে করেন ইউসুফ আলী মাষ্টার। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জায়েদ ইকবাল খাঁন, পটুয়াখালী জেলা সভাপতি মোতালেব মৃধা, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আলীপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র মোঃ বাদশা ফয়সাল আহম্মেদ, ইউপি সদস্য আফজাল হোসেন, আঃ বারেক গাজী, মহিলা সদস্য নুর নাহার বেগম প্রমূখ। এই সভা শেষে একই স্থানে কীঁটনাশকের বিকল্প ব্যবহার ও কৃষি শ্রমিকদেও স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রনের ব্যবস্থাসহ ৮ দফা দাবী বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মোতালেব মৃধা। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক শ্রমিক, স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গরা।