বদলগাছীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সংগে নির্বাচন কমিশনারের মত বিনিময় সভা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টায় বদলগাছী জেলা পরিষদ অডিটরিয়ামে আয়েজিত মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ জাবেদ আলী। নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান প্রমূখ। প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ জাবেদ আলী বলেন নীতিমালা অনুসারে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন আচরণ বিধি লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহন হবে। কোন প্রার্থীকে নির্বাচন আচরণ বিধি লংঘন না করার পরামর্শ দেন। জেলা পুলিশ সুপার বলেন চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। আচরণ বিধি লংঘন হবে এমন কিছু বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান বলেন নির্বাচনে কেউ নাশকতা সৃষ্টি করলে সে যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠ নির্বাচন অনুিষ্ঠত করার লক্ষ্যে প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিবে।