শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে গতকাল ২১ মে শনিবার ‘সচেতন শিক্ষক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
খন্দকার আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শিহাবের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় থানাব্রীজ চত্ত্বরে আধঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়েরুল হক, পাকুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহাম্মদ আলী, বড়শিলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ঝাওয়াইল মহারাণী হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোলায়মান হোসেন, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সাজানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ আকন্দ, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এরশাদ আলী, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, সহকারি শিক্ষক এনামুল হক চৌধুরী হিমেল ও গোলাম রায়হান বাপন, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন বন্ধু কুন্ডু, রামনগর উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক কে এম মাসুদ, হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান, শিমলা জামিরুননেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবব্রত ভাদুরী, বড়শিলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিদ খান, মো. জুয়েল ও মো. সোহেল রানা, সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহাদৎ হোসেন, এ এম মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল আলম, ভেঙ্গুলা সিনিয়র মাদরাসার সহকারি শিক্ষক মো. আইয়ুব নবীসহ অর্ধশতাধিক শিক্ষক অংশ গ্রহন করে।
এ সময় বক্তারা বলেন, ‘শিক্ষককে লঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংসদ সদস্যকে তার পদ থেকে অব্যাহতি এবং ক্ষতিগ্রস্থ শিক্ষককে ক্ষতিপূরণের জোর দাবি জানান। সভায় বক্তারা আরো বলেন, যে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সবার লক্ষ রাখতে হবে।’