বাগাতিপাড়ায় বিষমুক্ত আম লিচু বিক্রয় খেতে পুলিশ সুপার’র পথ সভা
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিষমুক্ত আম লিচু বিক্রয় ও খেতে পুলিশ সুপার’র পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার তমালতলা মোড় বাজারে বাগাতিপাড়া মডেল থানা কমিউনিটি পুলিশের আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়। শিল্পপতি ও লিচু বাগানের মালিক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রফেসর এ.কে.এম নজরুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানা ওসি আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার বাবলু কুমার সূত্রধর। উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদীন, কনজুমারস এসাসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা কমিটির আহবায়ক এম. আব্দুল মজিদ প্রমুখ। এছাড়াও আম লিচু উৎপাদনকারী, ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিষমুক্ত আম লিচু ভোক্তা হিসাবে আমরা ক্রয় করবো না, কোন অসাধু ব্যবসায়ী ফলে রাসায়নিক পদার্থ মেশাতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।