নওগাঁর আত্রাইয়ে অনাকাঙ্খিত বৃষ্টির মাঝে চলছে প্রার্থীদের গণসংযোগ
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আসন্ন পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে অনাকাঙ্খিত বৃষ্টির মাঝে চলছে প্রার্থীদের গণসংযোগ। গত দুই দিনের বৃষ্টিকে উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পারকরছেন। অপর দিকে অনাকাঙ্খিত বৃষ্টির ফলে প্রার্থীদের টাঙ্গানো সকল পোষ্টার বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। পোষ্টার শূন্য হয়ে গেছে প্রায় পুরো উপজেলা। ঝিমিয়ে পড়েছে নির্বাচনী প্রচারণা আর ক্ষতির মুখে পড়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থীরা।
এই নির্বাচনে প্রার্থীরা ইতোমধ্যে পোষ্টার লিফলেটে ছেঁয়ে ফেলেছিলেন উপজেলার অফিস-আদালত, বিভিন্ন মোড়ের রাস্তা-ঘাট, হাট বাজার, দোকান পাটের ছাউনির নিচে। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দঁড়ি দিয়ে টাঙ্গানো হয়েছে প্রার্থীদের প্রতিক সম্বলিত ছোট বড় পোষ্টার। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে শুরু হওয়া লাগাতার হালকা, ভারি ও গুড়ি গুড়ি বৃষ্টিতে শেষ মুহর্’তের প্রচার কাজে বিঘœ ঘটার পাশাপাশি বৃষ্টির কারণে পোষ্টার খসে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রার্থীরা। এই বৃষ্টির কারণে নতুন করে পোষ্টার ছাঁপানোর ফলে উপজেলার ছাঁপাখানা মালিকরা কিছুটা লাভবান হলেও নির্বাচনী খরচ বাড়ছে প্রার্থীদের। তবে এই বৈরি আবহাওয়া আর বৃষ্টির কারণে ভোটারদের মাঝে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আমেজ বিন্দুমাত্র কমবে না বলে অনেকেই মন্তব্য করছেন।
এ বিষয়ে উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাবু বলেছেন, শুধু পোষ্টারের ক্ষতি নয় নির্বাচনের প্রচার কাজেও বিঘœ সৃষ্টি করেছে এই অনাকাঙ্খিত বৃষ্টি। তবুও এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবেন বলে তিনি আশা ব্যাক্ত করেন।
১নং শাহাগোলা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ হালিমা খাতুন বলেন, আগামী ২৮মে আমাদের উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনে যে সময় আছে তাতে ঘরে বসে থাকার কোন সুযোগ নেই। এ জন্য বৃষ্টির মধ্যেই আমাদের প্রচার প্রচারণা চালাতে হচ্ছে। এই বৈরি আবহাওয়ার কারণে হঠাৎ বৃষ্টিতে অনেক টাকার পোষ্টার নষ্ট হয়ে গেছে এবং শেষ সময়ে নির্বাচনী গনসংযোগ বিঘিœত হচ্ছে।