মাদক ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলবো : মোকাদ্দেস পাটোয়ারী
আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মোকাদ্দেস পাটোয়ারী বলেন, আমি মেম্বার নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চাই। এবং নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার কিছু নেই। আমি শুধু জনগনের সেবা করতে চাই।
তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলতে চাই। কারণ মাদক সমাজের যুবকদের ধ্বংস করে দেয় ও সন্ত্রাসী কর্মকান্ডের দিকে অগ্রসর হয়। ইভটিজিংয়ের কারণে স্কুল কলেজের ছাত্রীরা মন খুলে লেখাপড়া করতে পারে না। নির্বাচিত হয়ে ওয়ার্ডের যুবকদেরকে সাংস্কৃতি ও খেলাধুলায় উৎসাহ করবো।
মোকাদ্দেস পাটোয়ারী আরো বলেন, ওয়ার্ডের মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ এবং রাস্তা-ঘাট উন্নয়ন করবো। অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। বাল্য বিবাহমুক্ত ওয়ার্ড গড়ে তোলবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবসময়ই মানুষের ভাল চাই। মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করি। মেম্বার হয়েও এর চেয়ে অধিকতর সেবা ও ওয়ার্ডের উন্নয়ন করার চেষ্টা করবো।