গোপালপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট ঘোষণা

Bazet News Photo. Gopalpur-Tangail.
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের প্রাক-বাজেট উপলক্ষে আলোচনা সভা ১৬ মে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ২০১৬-১৭ অর্থ বছরের আয় ও ব্যায় সমান দেখিয়ে ৩কোটি ৩০লক্ষ ৫৮হাজার ৮২৬টাকা বাজেট ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি মো. আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী রশিদ মৌলভী প্রমুখ।
বাজেটে বাসা-বাড়ি খাতের আয়, হাট বাজার ইজারা লব্দ আয়, ভূমি উন্নয়ন কর, উপজেলা স্থাবর সম্পত্তি কর ও বিবিধ হতে ১কোটি ৭লক্ষ ৫৯হাজার ১০৭টাকা ও ২কোটি ২২লক্ষ ৯৯হাজার ৭১৯টাকা উন্নয়ন খাত হতে প্রাপ্ত আয় ধরে এ বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছর ৩কোটি ৫৩হাজার ৪৭৯টাকা বাজেট ধরা হয়েছিল বলে উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল হক লিটন গতকাল মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *