মোল্লাহাটে সড়ক দুর্ঘটনার শিকার চিকিৎসাধীন অচেতন মহিলার পরিচয় মিলবে কি?
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর যখমী সম্পূর্ণ অচেতন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মহিলা (৬০-৬৫)’র পরিচয় মিলবে কি ? খুজছেন কি কেউ মুমুর্ষ মহিলা/ মাকে ? আছেন কি তার কোন সন্তান/আপন কেউ ? মাথায় গুরুতর যখমীসহ বাম পা ভাঙ্গা ও দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানো সম্পূর্ণ অচেতন অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র জরুরী বিভাগে গত রোববার দুপুর ১২টার দিকে কে/কারা রেখে যায় ওই মহিলাকে। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন ঢাকা-খুলনা মহাসড়কের গাওলা এলাকায় গাড়ী চাপা/ধাক্কায় যখমীর কথা বলে কে/কারা মুমুর্ষ ওই মহিলাকে জরুরী বিভাগে রেখে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে অত্র প্রতিষ্ঠানের উদ্যোগে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে খুমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয়। পরে নিরুপায় হয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র অতিরিক্ত বেডে (মেঝেতে) রেখে সম্ভবপর চিকিৎসা দেয়া হচ্ছে। কর্তব্যরত নার্স বলেন-ওই মহিলার পরনে বিস্কিট ও সবুজ রঙের শাড়ী কাপড় রক্তে ভিজে দুর্গন্ধ হওয়ার কারনে তারা তাকে অন্য কাপড় পরিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আরো বলেন-ওই মহিলার চরম শংকটাপূর্ণ মূহুর্ত এখন, এমন মুহুর্তে আপন জনের পাশে থাকা প্রয়োজন।