কাহারোলে সরকারী ভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন কালে-এমপি গোপাল।আ’লীগ সরকার কৃষক বান্ধব সরকার
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : বর্তমান আ’লীগ সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে কৃষকরা তাদের অতি কষ্টের উৎপাদিত ফসলের নায্য মূল্য পেয়ে থাকে। এই আ’লীগ সরকার কৃষক বান্ধব সরকার। সরকার ইতি মধ্যে কৃষকদেরকে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করছেন যাতে কৃষকরা কৃষি কাজে উৎসাহীত হয়। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি চাষাবাদে অত্যাধুনিক যন্ত্র পাতি ব্যবহার করে সহজে কিভাবে অল্প সময়ে, কম খরচে চাষাবাদ করা যায় সেই ব্যাবস্থা করে দিয়েছেন এবং সার, কীটনাশক ভেজাল মুক্ত- সহজে যেন সব দোকান থেকে পাওয়া যায় সেই ব্যাবস্থা করে দিয়েছেন সরকার। এর ফলে কৃষকেরা অল্প খরচে অধিক ফসল উৎপাদন করে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করেছে। উপরোক্ত কথাগুলো বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। তিনি ৭ মে/১৬ শনিবার বিকাল সাড়ে ৫টায় সময় কাহারোল সরকারী খাদ্যগুদামে চলতি মৌসুমের সরকারী ভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন কালে এসব কথা বলেছেন। এসময় গম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল কান্তি সরকার, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ জিয়াউল হক শাহ, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ আতাউর রহমান বাবুল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সরকারী ভাবে চলতি মৌসুমে অত্র খাদ্য গুদামে ৬৬৭ মেঃ টন প্রতি কেজি ২৮ টাকা দরে ক্রয় করা হবে বলে জানাযায়।