গোপালপুরে ফায়ার সার্ভিস কর্মচারীর গলা কেটে টাকা ছিনতাই
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে জনমনে প্রকাশ্যে দিবালোকে হিন্দু দর্জি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যার আতঙ্ক না কাটতে কাটতেই এবার দিন দুপুরে গলা কেটে এক ফায়ার সার্ভিস কর্মচারীর টাকা ছিনতাইয়ের ঘটনায় আতংকিত হয়ে পড়েছে উপজেলাবাসি। গত ৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মচারী ও উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের কৃষক সুজাত আলির ছেলে মো. শামীম আল মামুন (৩০) এক সপ্তাহের ছুটি নিয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বিকেলে গোপালপুর বাসস্টেশন হতে মির্জাপুর যাওয়ার জন্য ব্যাটারি চালিত অটো রিকসায় রওনা হন। ছিনতাইকারি শামীমকে বিকেল ৫টার দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকার একটি নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে প্রায় বিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এসময় শামীমের ডাক চিৎকারে ছিনতাইকারি পালিয়ে গেলে মারাত্বক আহত ফায়ার সার্ভিস কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তার গলায় ৭টি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত ফায়ার সার্ভিস কর্মচারীর মো. শামীম আল মামুন শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের জানান, ‘ঘটনাটি ঘটিয়েছে পৌরশহরের সুন্দর গ্রামের আকবর আলির মাদকাশক্ত ও চিহিৃত ছিনতাইকারি ছেলে বিপ্লব (২৬)। গোপালপুর থানা পুলিশ ঘটনাটি শুনে খোঁজ খবর নিয়েছে।’ তবে এঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান