সুজানগরে নাজিরগঞ্জ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অফিস ভাংচুর প্রতিপক্ষের গুলিতে স্কুল ছাত্রসহ আহত ৩০

20160503_134747
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গোয়ারিয়া বাজারে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর ও নির্বিচারে গুলি চালিয়ে স্কুল ছাত্রসহ প্রায় ৩০ জনকে আহত করেছে বলে অভিযোগ করেন হাজারী জাকির হোসেন চুন্নু। জানাযায় গুরুতর আহত উদয়পুর হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র উদয়পুর গ্রামের আলম শেখের ছেলে রিপন(১৪), নরসিংহপুর গ্রামের ভানু বিশ্বাসের ছেলে ইউনুচ বিশ্বাস (৫৫), নওয়াগ্রামের বাহাদুর আলী মন্ডলের ছেলে আলমগীর (৩৪), ওয়াকিল উদ্দিনের ছেলে হাকিম(৬৫), হাকিম শেখের ছেলে লিটন (৩০), রামনগর গ্রামের সরদ মোল্লা ছেলে সবুজ (২৫), ইন্দ্রজিৎপুর গ্রামের শফি প্রাং ছেলে আছলাম (১৮), হাতেম প্রাং ছেলে তমছের প্রাং (২১), লুকমান প্রাং ছেলে শহিদুল (২৭), উদয়পুর গ্রামের শহীদ মন্ডলের ছেলে ইউছুব (২৮), শাহাদৎ খানের ছেলে মতিন (২১), ইবাদত আলীর ছেলে হামিদ (৩৫), বাতেন মন্ডলের ছেলে রাজ্জাক(১৬), হাবিবুর রহমানের ছেলে কামরুল (১৩), মহরফ আলীর ছেলে আমিরুল (২৭), আব্দুল হাই মল্লিকের ছেলে আছাদুজ্জামান (১২), হোসেন আলির ছেলে শামছুর(১২), গোয়ারিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বাতেন (৪০), তাহের প্রাং এর কালাচান প্রাং(৪০), আব্দুল বাতেন (৪০), আছের প্রাং (১৫), সামসুর রহমান (৩০), আসাদুজ্জামান (২২), আমিরুল ইসলাম (২৭), মমিলুর ইসলাম (১৩), লিটন শেখ (৩০), সবুজ (২৫), শহিদুল ইসলাম (২৭ ) আহতদের পাবনার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনার সময় আমি মিটিংএ ছিলাম, কি হয়েছে জানিনা। বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু জানান বিএনপির সাবেক এমপি সেলিম রেজা হাবিবের নেতাকর্মী, আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের ভাগ্নে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট সহ আওয়ামীলীগের কর্মী সমর্থকরা প্রকাশ্য অস্ত্র নিয়ে গুলি চালিয়ে আমার কর্মী সমর্থকদের আহত করেছে। সুজানগর থানার অফিসার ইনর্চাজ সাকিল উদ্দিন আহমেদ জানান ঘটনা স্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *