ছাতকে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন এক ইউপি মেম্বার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন কালারুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার রামপুর লন্ডনী বাড়ির আলহাজ্ব ফখর উদ্দিন। সম্প্রতি রামপুর ও উদয়পুর যুব সমাজের সাথে ইট-সুরকি ভর্তি টুকরি মাথায় নিয়ে রাস্তা ভরাটের কাজ করেন তিনি। নব-নির্বাচিত মেম্বার ফখর উদ্দিনের নিজস্ব অর্থায়নে রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় সম্প্রতি ইট-সুরকি ফেলে মেরামত করা হয়। এসময় সাধারণ মানুষের সাথে সেচ্ছাশ্রমে তিনি নিজে ও অংশ নেন। এতে সবে মিলি করি কাজ, হারি-জিতি নাহি লাজ- এর মতো পরিস্থিতির সৃষ্টি হয় এখানে। সবার সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমে এ অসাধ্য কাজটি ও সাধ্যের মধ্যে চলে আসে অতি সহজেই। রাস্তাটির সংস্কার হওয়ায় লোকজন এখন স্বস্থিতে চলাফেরা করছে। এতে মেম্বারের টাকায় ইট-সুরকি ক্রয়ের জন্যে ছওয়াব শুধু মেম্বার একা পাচ্ছেন না, যারা রাস্তা সংস্কারে বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন তাদের প্রত্যেকেই হচ্ছেন এর অংশীদার। যাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন, সে যদি মন্দ কাজ করে তাহলে এর অংশ থেকে আপনি কোনোভাবেই বাদ যাচ্ছেন না। আর যাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন সে যদি ভালো কাজ করে, তবে এর অংশীদারও আপনি হবেন। জানা গেছে, সমাজের অন্যান্য জনপ্রতিনিধিরা যেখানে সরকারি বরাদ্দের কাজে ফাঁকি দেয়ার চেষ্টা করে। প্রত্যহ সরকারি অর্থ আতœসাতের ধান্ধা-ফিকির করে। সেখানে ফখর উদ্দিন মেম্বার নিজের পকেটের টাকা দিয়ে ও নিজ মাথায় ইট-সুরকি বহন করে জনতার সাথে একাকার হয়ে কাজ করছেন, তখন সত্যিই আমাদের বুক গর্বে ভরে ওঠে। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলমের কাছে এলাকাবাসীর দাবি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কালারুকা-তাজপুর সড়কের নুরুল্লাপুর হতে রামপুর পর্যন্ত কাঁচা রাস্তাকে পাকা করার ব্যবস্থা করা হয়। এতে যেন, বর্ষাকালেও ৮নং ওয়ার্ডবাসী গাড়ি যুগে নিজ নিজ বাড়িতে পৌছতে পারেন। স্যালুট ফখর মেম্বারকে, স্যালুট এলাকার যুব সমাজকে।