সুজানগরে আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ

Abul hosen
এম মনিরুজ্জামান :পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের মটর সাইকেল প্রতীক, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম ওবায়দুলের ধানের শীষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-কাইয়ুম মোল্লার আনারস প্রতীক, সাগরকান্দী ইউপির আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহীন চৌধুরীর নৌকা প্রতীক, আহম্মদপুর ইউপি জাতীয়পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের নাঙ্গল প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক বাবুর মটরসাইকেল প্রতীক, তাঁতীবন্ধ ইউপির আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মৃধা নৌকা প্রতীক, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রউফ ধানের শীষ প্রতীক, দুলাই ইউপির আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান নৌকা প্রতীক, আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাচ্চু মোল্লার চশমা প্রতীক, ভায়না ইউপির আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিনের নৌকা প্রতীক, আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজা, নাজিরগঞ্জ বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ধানের শীষ প্রতীক, আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মশিউর রহমান নৌকা প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক প্রবীর সাহার টেবিল ফ্যান প্রতীক নিয়ে জোরালভাবে গনসংযোগ শুরু করেছেন। চেয়ারম্যান প্রার্থী গণ তাদের ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারনা করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের রাস্তাঘাট নির্মাণ সহ কল্যাণ মুখী কাজের জন্য নিজ ইউনিয়ন পরিষদকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *