সাপাহারে মৃত্যুপ্রায় পশুর মাংশ বিক্রির অপরাধে কশায়ের জরিমানা ও কারাদন্ড
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অসুস্থ্য মৃত্যুপ্রায় পশু (ভেড়া) জবাইয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শফিকুল ইসলাম (৫৫) নামের এক কশায়ের ১০ হাজার টাকা জরিমানা সহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযুক্ত কশায় উপজেলার তাজপুর গ্রামের মৃত্যু অলিমুদ্দীনের পুত্র। এ ঘটনার প্রত্যক্ষদর্শী বা বাদী লালমাঠি গ্রামের মৃত: খলিল শেখের পুত্র আলম শেখ (৩৫) কে ও চোলাইমদ পান করার অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।
জানা গেছে, রবিবার সকাল ৮টার সময় মাংস সেটে মৃত্যুপ্রায় ওই পশু (ভেড়া) জবাই করার সময় চোলাইমদ পানকারী আলম শেখ কসাই শফিকুলকে বাধা প্রদান করেন। তাঁর বাধা উপেক্ষা করে অভিযুক্ত শফিকুল ইসলাম পশু (ভেড়া)টি জবাই করে তার মাংশ বিক্রি করতে থাকে। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা দলবদ্ধ হয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘিরে ধরে। তাৎক্ষনিক থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম ও বাধা প্রদানকারী আলম শেখ কে চোলাইমদ সেবনের অপরাধে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা অভিযুক্ত শফিকুল কে ১০ হাজার টাকা জরিমানা সহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং বাদী আলম শেখ কে চোলাইমদ সেবনের অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে সাথে জব্দকৃত পশু (ভেড়ার) মাংশগুলি মাটিতে পুতে ধ্বংস করা হয়।