শার্শার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন আটক
বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান কামাল হোসেন ভঁইয়া (৪৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ী থেকে আটক করে। তিনি উপজেলার দূর্গাপুর গ্রামের নাজিম উদ্দিন ভুইয়ার ছেলে ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষণপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদেরকে মারপিটের ঘটনা ও জীবননাশের হুমকি দেয় চেয়ারম্যান কামাল। এ অভিযোগে আহত আব্দুল কাদেরের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে ২৭ এপ্রিল চেয়ারম্যান কামাল হোসেন ভঁইয়াসহ ৩ জনকে আসামী শার্শা থানা একটি মামলা করে। মামলা নং ৩০। আর এ মামলায় তাকে করে পুলিশ।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিটের ঘটনা ও জীবননাশের হুমকির মামলায় চেয়ারম্যান কামাল হোসেন ভঁইয়াকে আটক করা হয়েছে।