মোল্লাহাটে অপদ্রব্য পুশ করায় ৩‘শ কেজি চিংড়ি বিনষ্ট করেছে মোবাইল কোর্ট
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে অব্যাহত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনায় ওই সকল মাছ বিনষ্ট ও অপরাধীদের শাস্তি দেয়ার পরও যেন কোন ভাবেই থামছেনা অপদ্রব্য পুশ / জঘণ্য অপরাধ প্রবনতা। আর তার-ই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার নুতন ঘোষগাতী গ্রামের এক প্রভাবশালীর বাড়ী থেকে অপদ্রব্য পুশকৃত প্রায় তিনশ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ওই সময় মোবাইল কোর্টের উপস্থিতি বুঝতে পেরে অপদ্রব্য পুশকারী ও এর সঙ্গে জড়িত মালিক/শ্রমিক সকলে পালিয়ে যায়। মোবাইল কোর্ট পরিচালনা টিমের সদস্য মোল্লাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা-মোঃ মাসুম খান জানান-মাত্র এক সপ্তাহ পূর্বে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে উপজেলার চাকদাহ গ্রামের সুশান্ত পান্ডে নামের এক ব্যক্তিকে ৬মাস বিনাশ্রম জেল দিয়েছে মোবাইল কোর্ট। এরপরও সতর্কতার সাথে বিভিন্ন বাজার ও বাড়ীতে গোপনে একই অপরাধ করে চলেছে এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী। সবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলা এসি ল্যান্ড-মোসাঃ তাসলিামা আলী পরিচালিত মোবাইল কোর্ট গতকাল বিকালে উপজেলার নুতন ঘোষগাতী গ্রামের প্রভাবশালী রফিকুল ইসলামের বাড়ীতে গিয়ে প্রায় ৩‘শ কেজি চিংড়ি জব্দ করে উপজেলা সদরে এনে বিনষ্ট/ধ্বংশ করেন। তিনি আরো বলেন-অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানো / জঘণ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।