এলাকাবাসীর লিখিত অভিযোগ- ছাতকে প্রকল্পের টাকা আত্মসাত

CHHATAK-KATHNA
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে উপজেলা প্রশাসনের দেয়া বরাদ্ধের ২লাখ টাকার সিংহ ভাগই আত্মসাত করেছেন প্রজেক্ট চেয়ারম্যান। এনিয়ে ছৈলা গ্রামের মৃত আব্দুুুল খালিকের পুত্র সিরাজুল ইসলাম রাসেলসহ এলাকার ৬০ব্যক্তি উপজেলা চেয়ারম্যান বরাবরে গত ১৮এপ্রিল এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার স্মারক নং-৭৩। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার মঈনপুর ব্রিজের পাকা সড়ক হতে ছৈলা গ্রামের আলফু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজে উপজেলা প্রশাসন থেকে দু’লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। এতে ইউপি সদস্য আবুল হোসেন প্রজেক্ট চেয়ারম্যান হয়ে কাজ শুরু করেন। পরে নাম মাত্র মাটি ভরাট করে প্রকল্পের সিংহ ভাগ টাকাই আত্মসাত করা হয়েছে। এ রাস্তা দিয়ে ছৈলা গ্রামসহ বিভিন্ন গ্রামের লোকজন, স্কুল, কলেজ ও কিন্ডার গার্ডেনের ছাত্র-ছাত্রী চলাচল করে থাকেন। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *