পল্লী বিদ্যুতের ভেলকিবাজি ও চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন

Lohagara pic 02(1)
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) : প্রচন্ড গরমে দূর্বিসহ হয়ে উঠেছে নড়াইলের লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনজীবন। টানা ভ্যাপসা গরম আর অনাবৃষ্টির কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের হলকার মতো। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। শিশু ও বৃদ্ধরা বেশি কাবু হয়ে পড়েছে। নেতিয়ে পড়েছে গাছ-গুল্ম-লতা-পাতা। প্রণিকুলও বিপর্যস্ত। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অসহনীয় পল্লী বিদ্যুতের লোডশেডিং। সাধারণ মানুষের মাঝে বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের ফলে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে । এ ভাবে চলতে থাকলে জনজীবনে মারাত্মক প্রভাব পড়ে বলে ধারনা করছেন সচেতন মহল। তীব্র গরম আর অসহনীয় তাপমাত্রার কারনে দিনের বেলায় শহরে লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম। শ্রমজীবি মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। ক্লান্তি দুর করতে কেউ পান করছে ডাবের পানি। বিকালে পৌর এলাকার বিভিন্ন জায়গায় আখের রস খেতে ভিড় জামায় কিশোর কিশোরিসহ বিভিন্ন শ্রেনীর লোক। ফুটপাতে খোলা জায়গায় জমে উঠেছে মৌসুমি ব্যবসা শসা, আনারস, লেবুর শরবতসহ বরফ দিয়ে তৈরি রঙিন সরবত। পিপাসায় কাতর মানুষ রাস্তার ধারে অসাস্থকর পরিবেশে এসব খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। এর সাথে যোগ হয়েছে শিশু ডায়রিয়াসহ শ্বাস-কষ্ট জনিত রোগ-ব্যাধি। হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রীয়া রোগীর সংখ্যা। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এমনকি তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *