শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন-মিছিল সড়ক অবরোধ নাটোরে শিক্ষীকাকে বিবস্ত্র করার হুমকি যুবলীগ নেতার
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া পৌরসভা যুবলীগের সেক্রেটারি মিজানুর রহমান মিজান বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শিক্ষকদের হুমকি এবং আইভী খাতুন নামে শিক্ষিকাকে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন-মিছিল সড়ক অবরোধ করেছে। স্থানীয়রা জানায়, বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানা পুতুল মাঝে মধ্যেই তার সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেন। সম্প্রতি তার এই আচরণের প্রতিবাদ করায় রাবেয়া নামে অপর এক শিক্ষিকাকে মারধর করে। অন্যান্য সহকর্মীরা তার এই আচরণের প্রতিবাদ করায় তার স্বামী বাগাতিপাড়া পৌর যুবলীগের সেক্রেটারী মিজানুর রহমান মিজান রোববার সকাল ১১টায় প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের হুমকি দেয়। এ সময় আইভী খাতুন নামে শিক্ষিকাকে বিবস্ত্র করার হুমকি দেয়। জানা যায়, ওই প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষককে চশমা কেড়ে নেয় এবং অন্য এক শিক্ষককে প্রকাশ্যে জনসম্মুখে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে একটি মিছিল বের করে বিহারকোল বাজার প্রদক্ষিণ শেষে বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নাটোর-বাগাতিপাড়া সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’পাশের যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাগাতিপাড়ার মডেল থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলকারীরা অবরোধ তুলে নেয়। এ বিষয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম মাহবুব জানিয়েছেন, বিষয়টি নিয়ে সোমবার স্কুল পরিচালনা কমিটির জরুরী বৈঠক হয়েছে, ঘটনার জন্য বাংলা বিষয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানা পুতুলকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বাগাতিপাড়া পৌরসভা যুবলীগের সেক্রেটারি মিজানুর রহমান মিজান সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি খবর পেয়ে রোববার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে ফিরে এসেছেন। তিনি কারো সাথে কোন অশালিন আচরন করেন নাই।