কবিগুরুর স্মৃত ধন্য পতিসরের উন্নয়নে আত্রাইয়ের পতিসরে তৈরী হচ্ছে দৃশ্যমান বাইপাস রাস্তা
রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে তৈরী হচ্ছে দৃশ্যমান বাইপাস রাস্তা। এ রাস্তা তৈরীর ফলে ওই এলাকার হাজার হাজার জনগণ যোগাযোগের সুফল ভোগ করতে পারবে। জানা যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য পতিসর একটি পর্যটন কেন্দ্র হতে যাচ্ছে। তাঁর স্মৃতি রক্ষায় এখানে গড়ে তোলা হয়েছে বেশ কিছু অবকাঠামো। প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন এ পতিসরে। এ ছাড়াও প্রতি বছর ২৫শে বৈশাখ কবির জন্ম বার্ষিকী পালনে পতিসরে নামে হাজারো কবিপ্রেমিদের ঢল। পালিত হয় জাতীয়ভাবে কবির জন্ম জয়ন্তী। পতিসরে বসে কবিভক্তদের মিলন মেলা। এতে করে ছোট্ট পতিসর গ্রাম হয়ে উঠে মুখরিত, সেই সাথে শুরু হয় ব্যাপক যানজটের। সবকিছু মিলিয়ে যেমন উপভোগ হয় আনন্দ তেমন পোহাতে হয় দুর্ভোগ। এ সব কিছু বিবেচনা করে পতিসর গ্রামের পশ্চিম পার্শদিয়ে একটি বাইপাস রাস্তা ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ জন্য স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম পতিসরের কলেবর আরও বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেন একটি বাইপাস রাস্তা তৈরীর। এরই প্রেক্ষিতে তিনি চলতি ২০১৫-১৬ অর্থ বছরে পতিসর বাইপাস রাস্তার জন্য সরকারের এডিপির বিশেষ তহবিল হতে ২৫ লাখ টাকা বরাদ্দ দেন। এ টাকা দিয়ে মাত্র একমাস আগে শুরু করা হয় রাস্তার কাজ। এক মাসের মধ্যে সেখানে তৈরী করা হয় দৃর্শ্যমান একটি বাইপাস রাস্তা। পতিসর গ্রামের উত্তর দিক থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনিষ্টিটিউট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এ রাস্তা তৈরী হওয়ায় ওই এলাকার হাজার হাজার জনগণের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পতিসর গ্রামের আফতাব আলী বলেন, ২৫ শে বৈশাখ পতিসরে যে জনসমাগম ও যানজটের সৃষ্টি হয়। এ রাস্তা তৈরীর ফলে আর যানজট হবেনা। এখন থেকে পতিসরের প্রবেশ মুখ থেকে বাইপাস দিয়ে যানবাহন চলে যাবে কৃষি কলেজ চত্বরে। ফলে কবিভক্তদের আর দুর্ভোগ পোহাতে হবেনা। এ ছাড়াও পতিসর গ্রাম বিস্তৃত হবে রাস্তা পর্যন্ত এবং বন্যার করালগ্রাস থেকে রক্ষা পাবে এ গ্রাম। রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক ও গবেষক মামুনুর রশিদ বলেন, স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার মো: মোখলেছুর রহমান ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মোবারক হোসেনের সার্বিক তত্বাবধানে রাস্তার কাজের গুণগত মান খুব ভাল হয়েছে। রাস্তাটি রক্ষায় মাঠের সাইড অবশ্যই ব্লকদিয়ে আটকিয়ে দিতে হবে। আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটাতে রাস্তার গুণগতমান ভাল করতে আমরাও আপ্রাণ চেষ্টা করেছি। সেই সাথে এলাকাবসীও আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: মোখলেছুর রহমান বলেন, এমপি মহোদয় এলাকার উন্নয়নে যে আন্তরিক এ রাস্তা তারই স্বাক্ষ বহন করে। রাস্তাটি তৈরীর ফলে হিঙ্গুলকান্দি, দমদত্তবাড়িয়া, মাছগ্রামসহ ওই এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ যোগাযোগের সুফল ভোগ করতে পারবে।