চিতলমারীতে হযরত মুহাম্মদ (সঃ) কে কটূক্তি করায় দুই শিক্ষকের ৬ মাস করে কারাদন্ড

Chitalmari Photo 25.4.2016
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী (৪৬) ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল (৫৫)। সোমবার দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার পারভেজ এ দন্ডাদেশ প্রদান করেন। চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম জানান, গত রোববার দুপুরে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল ১০ম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস চলাকালীন হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করেন। এ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ১০ টায় কয়েক’শ শিক্ষার্থী অভিভাবক স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা বিষয়টি প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহুলীকে জানালে তিনি ওই বিএসসি শিক্ষকের পক্ষ নিয়ে পুনরায় কটূক্তি করেন। এতে বিক্ষোভকারীরা ক্ষুদ্ধ হয়ে ওই প্রধান শিক্ষককে মারধর করে লাইব্রেরীতে আটকে রাখেন। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ওই দুই শিক্ষককে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে আসেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৭ শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণের পর প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীকে ৬ মাস ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষালকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার পারভেজ জানান, ওই শিক্ষকদের স্বীকারোক্তি ও সাক্ষ্য গ্রহণের পর দঃবিঃ ১৮৬০ এর ২৯৮ ধারা অনুযায়ী তাদেরকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *