বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিসে স্বেচ্ছাচারিতা
বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে। আর সে সুযোগকে পুঁজি করে অফিসার সহ ২/১ জন কর্মচারী আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। অন্যদিকে সরকারী রাজস্ব আদায়ের ক্ষেত্রে দারুণ ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে দেশ ও সরকার। সূত্রে প্রকাশ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের অফিসার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষদের ফান্দে ফেলে অর্থ বানিজ্য করে চলেছে। উপজেলার ছয়ঘরিয়া, রাজবাঁধ, হাটবাটী, হেতালবুনিয়া মৌজা সহ বিভিন্ন মৌজার এস,এ রেকর্ডীয় মালিকগণ আর,এস জরিপ গেজেট আকারে প্রকাশ না হওয়ায় নানা অজুহাতে দলিল রেজিষ্ট্রি করতে পারছে না। পাশাপাশি এস,এ খতিয়ানের উপর দাখিলা রেকর্ড থাকলেও আর,এস জরিপে ভুল হলে তা তিনি একক ক্ষমতা বলে দলিল রেজিষ্ট্রি করছেন না। তবে এই জাতীয় কাজ অনেক সময় অজ্ঞাত কারণেও হয়ে যাচ্ছে। এতে ভুক্ত ভোগীরা চিকিৎসা, কন্যা বিবাহ সহ নানা কাজে দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারণে এলাকায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার দারুনভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে। বড় বড় প্লট ব্যবসায়ীরা মোটা অংকের দলিল গুলো অসৎ যোগাযোগের মাধ্যমে িেজষ্ট্রি করে নিচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ ভুক্তভোগী এ প্রতিবেদককে জানান, বর্তমান সাব-রেজিষ্টার কোন এক মন্ত্রীর আত্মীয়ের পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে সাব- রেজিষ্ট্রারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে এজাতীয় অভিযোগ মিথ্যা। তবে কিছু লোক সুবিধা বঞ্চিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো জানান সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় আমি সব সময় সেদিকে লক্ষ্য রাখি। তবে এব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।