বটিয়াঘাটায় অপহরণ মামলার ভিক্ট্রিম উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিক্ট্রিমকে চার দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামের মুনসুর সরদারের সপ্তম শ্রেণিতে পড়–য়া কন্যা বিউটি খাতুন(১৪) কে গত ইং ২০ এপ্রিল বুধবার খলসীবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আসামী ইব্রাহীম সরদার ও বক্কার শেখ সহ তিন চার জন দুইটি মটর গাড়ীতে করে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরের দিন অপহৃতের মা হাসি খাতুন সুখদাড়া গ্রামের জোনাব আলীর পুত্র ইব্রাহীম সরদার(২৩) ও মৃত হোসেন শেখ এর পুত্র বক্কার শেখ (৫৭) কে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১১, ধারা নারী ও শিশু নির্যাতন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা হয়। ২নং আসামী বক্কার শেখ এর দেওয়া তথ্য মতে থানা পুলিশ গত শনিবার সন্ধ্যায় মেয়ে ও ছেলেকে উদ্ধার করে। গতকাল মেয়েকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরীক্ষার শেষে আদালতে প্রেরণ করে। ২নং আসামী বক্কার শেখ পাঁচ বছর পূর্বে একই গ্রামের আনন্দ চৌকিদারের মেয়েকে ফুসলিয়ে নিয়ে বিবাহ করে। থানা পুলিশ বক্কার শেখ এর তথ্যমত মেয়ে উদ্ধার করলেও অজ্ঞাত কারণে গ্রেফতার না করায় বিষয়টি নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে আসামী বক্কার শেখ ও তার দলবল বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীর পরিবার জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *