পাবনার ফরিদপুরে ৬মাসেও চুরি যাওয়া শিব লিঙ্গ পুলিশ উদ্ধার করতে পারেনি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাববনার ফরিদপুর উপজেলার কালাডাঙ্গা কালী মন্দির থেকে চুরি যাওয়া শিব লিঙ্গ ৬মাসেও পলিশ উদ্ধার করতে পারেনি অতঃপর পুলিশের চিরুনী অভিযান অব্যাহত। থানাসূত্রে জানাগেছে, পাবনার ফরিদপুর উপজেলার কালাডাঙ্গা কালী মন্দির ঘড়ের টিন কেটে দূর্বত্তরা ঘড়ে প্রবেশ করে শিব লিঙ্গ নিয়ে যায়। যাবার আগে মন্দিরের দেয়ালে আরবী লেখা, অকথ্য ভাষা ও হাতের ছাপ দিয়ে যায়। ঘটনাটি গত নভেম্বর/১৫ মাসের প্রথম সপ্তাহের কোন এক গভীর রাতে ঘটেছে বলে মন্দিরের সেবারত সাধন কুমার জানায়। এ ব্যপারে ফরিদপুর থানায় ১টি মামলা হয়েছে। যার মামলা নং ৩ তাং ১১/১১/১৫ইং। ঘটনাটির চিরুনী অভিযানে পুলিশ এ উপজেলার নেছড়াপাড়া গ্রামের জুলমত আলী(৩২) ও বেড়হাওলিয়া গ্রামের রবিউল ইসলাম(২৮)নামে ২জনকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পাবনা বিজ্ঞ আদালতের নিকট ৭দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত ২জন আসামীর মধ্যে জুলমত আলীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও শিবলিঙ্গ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার ৬মাস অতিবাহিত হলেও পুলিশ আজও চুরি যাওয়া শিব লিঙ্গ উদ্ধার করতে পারেনি। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানায়, কালাডাঙ্গা কালী মন্দিরের চুরি যাওয়া শিব লিঙ্গ উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, চুরি যাওয়া শিব লিঙ্গ উদ্ধারে পুলিশের রহস্যময় চিরুনী অভিযানে এলাকার হিন্দু সম্প্রদায়কে ভাবিয়ে তুলেছে বলে সচেতন মহলের জিজ্ঞাসা। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *