ইসলামপুরে নির্বাচনী সহিংসতা সভারচরে মেম্বার প্রার্থী হাবেজ নির্বাচনে হেরে প্রতিপক্ষের বাড়ি ও স্কুলে হামলা,ভাঙচুর ও লুটতরাজ,থানায় অভিযোগ

jamalpur
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভারচরে হাবেজ হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থী নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ বিজয়ী ইউপি সদস্য কবির আলী সমর্থকদের ৪টি বাড়ি ও ভোকেশনাল স্কুলে হামলা,ভাঙচুর ও লুটতরাজ করেছে। এ ঘটনায় দুই দিনে দফায় দফায় হামলা হারুন(২৮),নশু(৪০),ফিরোজ(৩৫) ও রহিমসহ ১০ আহত হয়েছে। তন্মধ্যে গুরুতর আহত হারুনকে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী জানায়, নির্বাচনের দিন সভাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট গণনা শেষে হেরে যাওয়ার সংবাদ শুনে বিক্ষোব্ধ হয়ে সন্ধ্যার দিকে ইউপি সদস্য প্রার্থী হাবেজ হোসেনের শতাধিক লোকজন আবু সাইদ, আইজলের নেতৃত্বে এলাকার একটি ভোকেশনাল স্কুলসহ বিজয়ী প্রার্থী সমর্থক সানাউল্লাহ, লস্কর আলী, নজরুল ইসলাম, সুন্দর আলী, সিরেজলের বাড়িতে একযোগে হামলা চালিয়ে বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা,গমসহ বিভিন্ন মালাল লুটতরাজ করে। এ ঘটনার জের ধরে গতকাল বিজয়ী প্রার্থীর লোকজন ইসলামপুর নির্বাচনী অফিসে আসলে উপজেলা পরিষদ গেটে সভারচর গ্রামের আঃ জব্বাররে ছেলে রুবেল (২৮) আবারর হামলা করে নশু(৪০) এর উপর। অভিযোগ উঠেছে, এ ঘটনার পর পরাজিত প্রার্থীর সন্ত্রাশীদের ভয়ে হাট-বাজারে যেতে পারছে না বিজয়ী পইউপি সদস্য কবির আলীর সমর্থকরা। এব্যাপারে ইসলামপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ দীন-ই-আলম জানিয়েছেন, তিনি এখনো অভিযোগ হাতে পাননি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *