মংলার যুবদল নতো হালমি তালুকদার হত্যা মামলায় এক ব্যক্তরি যাবজ্জীবন কারাদণ্ড
মনির হোসেন, মংলা, (বাগেরহাট): মংলার যুবদল নতো আব্দুল হালমি তালুকদার হত্যা মামলায় মো. নূরুজ্জামান নামে এক ব্যক্তকিে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরো ছয় মাসরে কারাদণ্ডাদশে দয়িছেনে আদালত। গত মঙ্গলবার দুপুরে বাগরেহাটরে দায়রা জজ আদালতরে বচিারক মজিানুর রহমান খান এ রায় দনে। দণ্ডাদশেপ্রাপ্ত মো. নূরুজ্জামান বাগরেহাটরে রামপাল উপজলোর গৌরম্ভা ইউনয়িনরে র্বনি গ্রামরে আব্দুল জললি মাস্টাররে ছলে।ে জামনিে মুক্তরি পর থকেে তনিি পলাতক ছলিনে। মংলা পৌর বএিনপরি সাধারণ সম্পাদক ও মংলা পৌর ময়ের জুলফকিার আলী জানান, নহিত আব্দুল হালমি তালুকদার (৪০) মংলা পৌর যুবদলরে সভাপতি ও সাবকে পৌর কাউন্সলির ছলিনে। মামলার সংক্ষপ্তি ববিরণে জানা যায়, ২০০৩ সালরে ১৫ ডসিম্বের সন্ধ্যায় মংলা শহররে রমিঝমি সনিমো হলরে পছেনে মংলা পৌরসভার কবরস্থান রোডে প্রয়াত নূর মোহাম্মদ তালুকদাররে ছলেে বএিনপি নতো আব্দুল হালমি তালুকদারসহ কয়কেজন ব্যাডমন্টিন খলেছলিনে। এ সময় দুটি রকিশায় করে চার যুবক খলোর মাঠে এসে যৌথ বাহনিী পরচিয় দয়িে হালমিকে ডাক দয়ে। হালমি খলো বন্ধ করে তাদরে দকিে এগয়িে গলেে নূরুজ্জামান তার কাছে থাকা অস্ত্র দয়িে গুলি কর।ে এতে ঘটনাস্থলইে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নূরুজ্জামানকে ধাওয়া করে অস্ত্র ও গুলসিহ ধরে যৌথ বাহনিীর কাছে সোর্পদ কর।ে ঘটনার পর দনি ১৬ ডসিম্বের নহিতরে ভাই মোজাম্মলে হোসনে তালুকদার বাদী হয়ে নূরুজ্জামানসহ আটজনরে নাম উল্লখে করে অজ্ঞাত আরও ৭-৮ জনরে বরিুদ্ধে মংলা থানায় একটি হত্যা মামলা দায়রে করনে। পরে মামলাটি তদন্তরে জন্য পুলশিরে অপরাধ তদন্ত বভিাগরে (সআিইড)ি কাছে হস্তান্তর করা হয়। বাগরেহাট জলো সআিইডি পুলশিরে তৎকালীন পরর্দিশক মো. রফকিুল ইসলাম জোর্য়াদ্দার ২০০৮ সালরে ১৮ মে তদন্ত শষেে ১১ জনরে বরিুদ্ধে অভযিোগপত্র দাখলি করনে। ২০১১ সালে ১৪ ফব্রেুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে আইন শাখা-১-এর (সারক নম্বর : স্বম (আইন ১) প্রত্যাহার ১২/১০ (২৩তম সভা)/৬২০৩) করে এক সভার সদ্ধিান্তে মামলার আসামদিরে অব্যাহতি দতিে আদালতরে কাছে আবদেন করনে। মামলা চলাকালে আদালত ওই আবদেনটি আমলে নয়িে ১৬৪ ধারায় দোষী স্বীকারোক্তি দওেয়া আসামি নূরুজ্জামান ছাড়া অন্যদরে অব্যাহতরি বষিয়টি ববিচেনায় নয়িে বচিার কাজ শুরু করনে। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শষেে আদালত আসামি নূরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ডরে আদশে দনে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরচিালনা করনে বাগরেহাট আদালতরে পাবলকি প্রসকিউিটর শখে মোহাম্মদ আলী এবং আসামপিক্ষে ছলিনে অজয়িার রহমান পকিলু।