পুলিশ ও বিজিবি’র চোখে ধুঁলো দিয়ে বকশীগঞ্জ সীমান্তপথে আসছে ভারতীয় চোরাই গরু
শেরপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দিগলাকোনা ও বালিঝুড়ীর কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের আধারে চোরাইপথে আসছে ভারতীয় গরু। বকশীগঞ্জ থানা পুলিশ ও জামালপুর বর্ডার গার্ডের নিয়ন্ত্রনাধীন সাতানি পাড়া বিওপি ফাড়ির জওয়ানদের রহস্যজনক নিরবতার কারনে প্রতি সপ্তাহেই স্থানীয় গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনছে। সরকারের করিডোর রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে ভারত থেকে গরু আসলেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। জানা যায়, লাউচাপড়া গ্রামের ইউনুছ, সাইফুল, আওয়াল সহ কতিপয় ব্যক্তি এ গরু ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রন করছে। সাতানি পাড়া বিজিবি ফাঁড়ির কথিত সোর্স পরিচয়দানকারী সীমান্ত জনপদের চাঁদাপাড়া গ্রামের বাসিন্দা হান্নান স্থানীয় বিজিবি সদস্যদের নাম ভাঙ্গিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে। অপরদিকে বকশীগঞ্জ থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে লাউচাপড়া গ্রামের মিষ্টার প্রতি গরু থেকে তিনশত টাকা করে টাকা উত্তোলন করছে। এ প্রসঙ্গে ভারতীয় চোরাই গরু ব্যবসায়ী লাউচাপড়া গ্রামের সাইফুল জানায় সরকারী করিডোর রাজস্ব ফাঁকি দিলেও আমরা থানার লাইনম্যান ও বিজিবি লাইনম্যানদেরকে নির্দিষ্ট হারে গরু প্রতি টাকা দিতে হয়। এ ব্যাপারে সাতানি পাড়া বিওপি’র ইনচার্জ কামাল হোসেন বলেন আমার সীমান্তে টহল অব্যহত রয়েছে। কোথাও কোন চোরাই গরু আসার খবর আমার জানা নেই।