ঘোড়াঘাটে আশ্রয় এনজিও’র সুদ বানিজ্যে গ্রাহকরা অতীষ্ট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্রয় এনজিও’র সুদ বানিজ্যে গ্রাহকরা অতীষ্ট হয়ে পড়েছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহিম মিয়া ওসমানপুর বাজারে হোটেল ব্যবসায়ী সে আশ্রয় এনজিও থেকে ৫০ হাজার টাকা লোন নেয়। ওই টাকা কিস্তি মোতাবেক সুদে আসলে ৫৯ হাজার টাকা পরিশোধ করার পরেও বর্তমানে আশ্রয় এনজিওর ম্যানেজার কালাম মিয়া তাকে আর লোন দেননি। অপর দিকে আব্দুর রহিম মিয়া লোন না পেয়ে ওই এনজিওতে তার নিরাপত্তা জামানতের ৬ হাজার টাকা ও তার জমাকৃত সঞ্চয়ের ৭ হাজার টাকা সে ফেরত চাইতে গেলে আশ্রয় এনজিওর ম্যানেজার কালাম মিয়া আব্দুর রহিম মিয়াকে বলে যে, ওই টাকা সুদ বাবদ কেটে নেয়া হয়েছে। এদিকে ঘোড়াঘাট আশ্রয় এনজিওতে লোন নেয়া গ্রাহক জিন্না মিয়া ও জোব্বার মিয়া ওই একই কথা বলে। এ ব্যাপারে জানা যায়, আশ্রয় এনজিওতে লোন নেয়া গ্রাহকরা তাদের সুদ বাণিজ্যে অতীষ্ট হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ মহল উর্দ্ধতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।