পাবনার ফরিদপুরে শতাধিক লাইসেন্স বিহীন জ্বালানি তেলের দোকান

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লাইসেন্স বিহীন অবৈধ পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দোকান। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ভেজালযুক্ত জ্বালানি তেল বিক্রি করছে। স্বরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলা পৌর বনওয়ারীনগর বাজার, গোপালনগর, ডেমড়া, দিঘুলিয়া, এরশাদনগর, বেড়হাওলিয়া, ধানুয়াঘাটা সহ মিনি বিশ্বরোডের পার্শ্বে মুদিখানা দোকান থেকে শুরু করে বিড়ী সিগারেটের দোকানেও ব্যাপকভাবে জ্বালানি তেল বিক্রি করছে। এ সমস্ত দোকানীরা কেরোসিন তেলের পাশাপাশি পেট্রোল, অকটেন ইত্যাদি তেল বিক্রি করে চলেছে। দোকানের সামনে জ্বালানি তেলের ড্রাম, ঢোপ সাঁজিয়ে অবাধে বিক্রি করার দৃশ্য লক্ষ্য করার মতো। ভেজালযুক্ত জ্বালানি ব্যবসায়ীরা সরকারী বিধি বিধানের তোয়াক্কা না করে গড়ে ওঠা লাইসেন্স বিহীন তেলের দোকানে যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা। ভেজালযুক্ত জ্বালানি ব্যবহারের ফলে গাড়ীর ইঞ্জিন খতি সাধিত ছাড়াও নির্গত অধিক কালো ধুয়ার কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। এদিকে স্থানীয় প্রশাসক এ ব্যপারে নিরবতা পালন করায় ভেজালযুক্ত জ্বালানি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *