কাহালুতে ইউপি নির্বাচনকে সামনে নিয়ে মনোনয়ন প্রত্যাশিদের দৌড়-ঝাপ

কাহালু(বগুড়া)প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে নিয়ে কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়-ঝাপ। দলীয় মনোনয়ন না পাওয়ার সম্ভাবনা ৩ থেকে ৪ জন বর্তমান চেয়ারম্যানের। আস্ছে ২৮ মে উপজেলার ৯ টির মধ্যে ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কে সামনে নিয়ে আ’লীগ,বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থীরা জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতা-কর্মীর পাশা-পাশী ভোটারদের সমর্থন লাভের দিন-রাত বিরামহীন দৌড়-ঝাপ শুরু করেছেন, বীরকেদার ইউপিতে সম্ভব্য প্রার্থী তালিকায় আছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন(বিএনপি),সানাউল্লাহ তালুকদার ঝিলু(আ’লীগ) কারাবন্দী জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মোসলিম উদ্দিন ফকির(স্বতন্ত্র)। কালাই ইউপি প্রার্থী তালিকায় আছেন-সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান (বিএনপি),বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব তৈইজ উদ্দিন কালু (আ’লীগ) সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন(আ’লীগ) ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন(আ’লীগ)কারাবন্ধী জামায়াত নেতা জহুরুল ইসলাম(স্বতন্ত্র) প্রমুখ। নারহট্ট ইউপিতে আছেন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল মমিন (বিএনপি) আ’লীগ নেতা বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল(আ’লীগ) আ’লীগ নেতা আরিফুর রহমান শাপলা(আ’লীগ) জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ(স্বতন্ত্র)। পাইকড় ইউপি’র আ’লীগ নেতা মিঠু চৌধুরী(আ’লীগ) আ’লীগ নেতা প্রভাষক নাছির উদ্দিন নান্নু (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আমজাদ হোসেন (বিএনপি) সাবেক চেয়ারম্যান ইরফান আলী লয়ার পুত্র তারিকুল ইসলাম তারেক বিএনপি)। মুরইল ইউপি’তে আছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ(বিএনপি) জেলা বিএনপি সদস্য ইউছুফ আলী শেখ (বিএনপি) রফিকুল ইসলাম মুক্তার বিএনপি) সাবেক চেয়ারম্যান জেলা কৃষকলীগ নেতা হারেজ উদ্দিন(আ’লীগ), সৈয়দ মুকিবুল ইসলাম বুলু(আ’লীগ) গোলাম কিবরিয়া (আ’লীগ), জামায়াত নেতা আব্দুল জলিল (স্বতন্ত্র).কাহালু সদর ইউপি’তে যে সব প্রার্থীদের নাম শোনা যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন আ’লীগ নেতা এনামূল হক মিঠু(আ’লীগ),বর্তমান চেয়ারম্যান উপজেলা যুলীগের সভাপতি অধ্যাপক পিএম বেলাল হোসেন(আ’লীগ) উপজেলা যুদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান(বিএনপি) শ্রমিকদল নেতা আলহাজ্ব শহিদুল ইসলাম সুলতান(বিএনপি)সদ্য কারা মুক্ত জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন(স্বতন্ত্র)।
জামগ্রাম ইউপি নির্বাচনে সম্ভব্য প্রার্থী তালিকায় আছেন,বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ(স্বতন্ত্র) জামায়াত নেতা মাওঃ আব্দুর রাজ্জাক(স্বতন্ত্র),বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান হুমায়ন কবীর খোকা(বিএনপি),বিএনপি নেতভ কামাল হোসেন(বিএনপি) ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার বুল বুল(আ’লীগ) আ’লীগ নেতা মনোয়ার হোসেন খোকন(আ’লীগ)। মালঞ্চা ইউপিতে আছেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ডাঃ আলহাজ্ব আব্দুল হাকিম(আ’লীগ) আব্দুল জোব্বার মুন্সি (আ’লীগ),স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম লিটন(আ’লীগ), আ’লীগ নেতা আসাফুদৌলা ডলার (আ’লীগ)িিবএনপি নেতা আব্দুল মোত্তালেব মন্ডল (বিএনপি) আব্দু সামাদ মন্ডল (বিএনপি) জামায়াত নেতা আব্দুল গণি মাষ্টার (স্বতন্ত্র)। আ’লীগ ও বিএনপি দলীয় একাধিক সুত্র থেকে জানাগেছে কোন কোন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রর্তীক পাচ্ছেন না বিধায় তার দলয় প্রার্থী হতে পারবেন না। এ বিষয়টি নিয়ে একাধিক চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা বলা হলে তারা জানান এলাকায় আমাদের জনপ্রিয়তা আছে সে ক্ষেত্রে দল আমাদেও মনোনয়ন নাদিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *