চুয়াডাঙ্গায় শিক্ষা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Chuadanga Picture---(DU VC)
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গাবাসীর জন্য আজ এক অন্যরকম দিন । দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ শুক্রবার চুয়াডাঙ্গায় আয়োজিত শিক্ষা সমাবেশে বক্তব্য রাখেন । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম কোন উপাচার্যের চুয়াডাঙ্গায় আগমন ঘটলো। এদিকে উপাচার্যের আগমণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভেন্যু চুয়াডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেয়। উপাচার্য বেলা ১১ টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হলেও সকাল নয়টা থেকে সরকারি কলেজ ক্যাম্পাস শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢা:বি: উপাচার্য বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে । শিক্ষা ব্যবস্থা ভবিষ্যত বাংলাদেশের জন্য উপযোগী করতে হলে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে । এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে । উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সময়ের সঠিক ব্যবহার করলে সাফল্য ধরা দিতে বাধ্য । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *