বাগাতিপাড়ায় ডিউটি করতে এসে নিখোঁজ হয়েছে গ্রাম পুলিশ সদস্য

Asraf_Gram_Police
আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ডিউটি করতে এসে নিখোঁজ হয়েছে আশরাফ নামের এক গ্রাম পুলিশ সদস্য। নিখোঁজ আশরাফ আলী উপজেলার ৫ নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সাইলকোনা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রাম পুলিশ সদস্য রোববার রাত ৯ টার দিকে ইউনিয়ন পরিষদে ডিউটি করার জন্য বাড়ী থেকে বাই-সাইকেল নিয়ে বের হয়। সকালে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোজ করতে থাকে, সকাল ৯ টার দিকে ইউনিয়ন পরিষদে দিনের বেলা ডিউটি করতে আসা গ্রাম পুলিশ সদস্য আঃ সালাম রুমের তালা খোলা দেখতে পান। আর রুমের মধ্যে পড়ে থাকতে দেখেন পায়ের স্যান্ডেল, বাই-সাইকেল, কাঁচা বাজারের ব্যাগ টেবিলের উপরে পাওয়া যায়, মোবাইল, টর্চ-লাইট ও চাবি। ওই গ্রাম পুলিশের সাথে তার সহকর্মী আকরামের ডিউটি করার কথা থাকলেও স্থানীয়রা জানান আশরাফকে একাই রাতে দেখা গেছে। পরিষদে রাতে দুই জন সদস্যর ডিউটি থাকলেও কেন একজন ছিলো সে কথার সদুত্তর দিতে পারেননি গ্রাম পুলিশের ওই ইউনিয়নের দফাদার আব্দুল আওয়াল। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার এসআই ওসমান ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বাগাতিপাড়া উপজেলা কমিটি’র উপদেষ্টা এম.আব্দুল মজিদ, এম.আরিফুল ইসলাম তপু ও সভাপতি ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের দফাদার মুক্তার হোসেন।
এ ব্যপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান জানান, আমি খবর পাওয়ার পরে সেখানে পুলিশ পাঠিয়েছি এবং উর্ব্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *