চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর বোমা হামলার॥
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বোমা হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা সদর থানার মাছেরদাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সাগর (২৮) জাহাঙ্গীর আলীর ছেলে তোতা (২২) ও রহমত আলীর ছেলে বিষু (৩০)। বৃহ¯পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মাছেরদাড়ী গ্রামের সোনারবাংলা ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ফারুক জোয়ার্দ্দারের লোকজন পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেফালী খাতুনের (আওয়ামী লীগ প্রার্থী) সমর্থকদের উপর ককটেল ছুড়ে মেরেছে বলে অভিযোগ করেছে আহতরা। এতে ৪ জন জখম হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তিনি আরও বলেন, এটি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।