ইসলামপুরে সুষ্ঠ নির্বাচনের দাবীতে বিএনপি চেয়ারম্যান প্রার্থী লাবলুর সংবাদ সম্মেলন
ওসমান হারুনী,জামালপুর : জামালপুরের ইসলামপুরের চরগোয়ালীনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছামিউল হক লাবলু।
গতকাল বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার দলীয় প্রার্থী শহিদুল্লাহ ও তার সমর্থকদের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটানো সহ নানা অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছামিউল হক লাবলু বলেন- লক্ষিপুর বালুচর একটি ব্যাক্তি মালিকানা ঘরে ভোট কেন্দ্র করা হয়েছে। যা অত্যান্ত ঝুঁিক পূর্ন কেন্দ্র। এখানে লক্ষীপুর বালুচর বেসরকারী প্রাঃবিদ্যালয়,লক্ষীপুর নামে নির্বাচন অফিসে যে নামে কেন্দ্র ঘোষণা করা হয়েছে বালুচরে এই নামে কোন বিদ্যালয়ের অস্তিত নেই। মূলতঃ বিদ্যালয়টি নদীর ওপারে লক্ষীপুর পূর্বপাড়া অস্থিত। যা বর্তমানে জাতীয় করণের পর নাম করণ হয়েছে জাহানারা জুলফিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই প্রশাসনের নিকট সঠিক স্থানে ভোট নেওয়ার দাবী জানান তিনি। এছাড়াও লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, এই কেন্দ্রটি সহ পিরিচপুর সরকারি প্রাঃবিদ্যালয় ডিগ্রীচর উচ্চ বিদ্যালয়,ডিগ্রীচর পরিবার পরিকল্পনা অফিস, ডিগ্রীচর ও হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ সকল কেন্দ্র প্রয়োজনীয় সংক্ষক নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য নির্বাচন কমিশনে দাবী জানান। তিনি অভিযোগ করেন আওয়ামীলীগ প্রার্থী শহিদুল্লাহ ও তার সমর্থকার একের পর এক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি,র নেতা রেজাউল করিম ঢালী ও বাবলু মন্ডল,বাবলু সরদার,আবির আহম্মেদ বিপুল,চরগোয়ালীনি বিএনপি’র সভাপতি আব্দুল হাকিম মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক রসুল মাহমুদ প্রমুখ।