আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপিত হয়েছে

19p71ir07kzfd[1]
আত্রাই(নওগাঁ)সংবাদদাতা :নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও পান্তা খাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আত্রাই উপজেলা প্রশাসন উদ্যোগে এক মঙ্গল শোভা যাত্রায় বাংলার গরুর গাড়ী, বরে-কনেসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোখলেছুর রহমান।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান. উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সস্পাদক চৌধুুরী গোলাম মোস্তফা বাদল,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,নির্বাচন অফিসার রুহুল আমিন,পল্লী উন্নয়ন অফিসার মোস্তফা সারওয়ার শাহীন প্রমুখ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন কর্মসূচীতে অংশ গ্রহণ করে।পরে শহীদ মিনারে প্রাঙ্গণে স্থানীয় শিল্পীরা গ্রাম বাংলার মনোঞ্জ সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *