সাপাহারে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর সাপাহারে অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ ১৪২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বণাঢ্য শোভাযাত্রাটি নাচ-গান, হাসি-আনন্দে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আবহমান গ্রাম বাংলার সেই গরুর গাড়ী, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন শোভাযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের মাঝে পান্তা পরিবেশন করা হয়।
সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ’র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, নির্বাচন অফিসার তোজাম্মেল হক, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, প্রকৌশলী আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।