ভোলাহাটের নকরনবিসদের কালো ব্যাচ ধারণ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটের নকলনবিসেরা সারা দেশের কর্মসূচীর অংশ হিসেবে বুধবার রাজস্ব খাতে স্কেলভুক্তসহ ১২ মাস বেতন না পাওয়ায় নকলনবিসেরা মানবেতর জীবন-যাবন করায় কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করেছেন। সারা দেশে ১৫ হাজার নকলনবিস ৬১ জেলার ৪৯৫টি সাব-রেজিষ্ট্রি অফিসে কাজ করে আসছে। এর মধ্যে অর্ধেক নারী। দীর্ঘ ১ বছরের বেশী সময় ধরে বেতন না পাওয়ায় নকলনবিসগণ পরিবার নিয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপর করছেন। এ ছাড়া সরকার দেশের সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও নানা সুযোগ সুবিধা প্রদান করলেও নকলনবিসগণ বঞ্চিত রয়েছে। পে-স্কেল,সরকারী ছুটি ও অন্যান্য সুবিধা বঞ্চিত নকলনবিসগণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবং মহার্ঘ ভাতাসহ রাজস্ব খাতে বেতন অর্ন্তভূক্ত করণ ও অন্যান্য দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করেন। ভোলাহাট উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নকলনবিস এ্যাসোসিয়েশন সভাপতি জোহরদী ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমির জানান, কেন্দ্রী নকলনবিস এ্যাসোসিয়েশন কর্মসূচীর অংশ হিসেবে কালো ব্যাচ ধারণসহ আগামী ১৭ এপ্রিল জেলায় মানবন্ধন, ১৮ এপ্রিল অর্ধদিবস কলম বিরতী । দাবী মানা না হলে ২৪ এপ্রিল পূর্ণদিবস কর্মবিরতী এবং ২ মে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান। এ দিকে ভোলাহাট সাব- রেজিষ্টার আব্দুল্লাহ আল মামুন নকলনবিসদের যৌক্তিক দাবীর প্রতি একাত্ততা ঘোষণা করেছেন।